যে বছর চলে গেলে সবার চোখে জল আসে
সেই বছরে আমার কষ্টের কথা
কবিতায় লিখে ফেলি।

নতুন বছর এলে তা পড়তে শুরু করবে সবাই
নতুন প্রজন্মের কাছে সংগ্রহ থাকলেও
কিন্তু  ওরা সে কথা বলতে পারবে না। তাহলে কি হবে?
কি আর হবে!

আমি আর তোমরা নতুন বছরের কাছে কান উঁচু করে শুনে যাই
নতুন প্রজন্মেরা মনে মনে পুরাতনকে নিয়ে কবিতা বলছে...
আমরা অভিভূত হই আর বেদনার বছরের প্রাপ্তি নিয়ে
শুধুই কবিতা লিখে যাই...