শব্দের বাড়ি করে তারই সামনে কিছু অক্ষর পুঁতে দিলাম
ছন্দ হবে,অলঙ্কার হবে
কবিতার ডানা মেলে উড়ে যাবে
বিস্তৃত আকাশের দিকে।


ভেবেছিলাম —
রাতের আকাশ জুড়ে  জেগে থাকবে তারা
চাঁদের আলো পড়বে ছাদে,বারান্দায়
জানালা দিয়ে প্রকৃতি ভেসে আসবে
সে আলোয় ডেকে যাবে  কতশত পাখি
তা আর হলো না


শুধু নির্মাণের কষ্ট  নিয়ে
দিন ও রাত বসে থাকি
শব্দের বাড়িতে...