তোমার সুন্দর  একটা ভোর ছিল
সেই আলোতে কত আনন্দ ছিল
যুবক সূর্যের গায়ে হেলান দিয়ে
ভালবাসার স্বাদ পেতে

অথচ তুমি আজ বেছে নিয়েছ অন্ধকার জীবন
যেখানে প্রতিদিন রাত্রির ধ্রুপদী মাদকতায়
ধারাবাহী নেশা জীবন স্থাপিত হচ্ছে
তোমার হৃদয়ে ঢেউহীন চড়ায়
আটকে যাচ্ছে তোমার সেই সুন্দর ভোর....