আমি ক্লান্ত  
তুমি নিশ্চুপ
আজ আমি হারিয়ে  যাচ্ছি
সেই সব অরণ্যের  গভীরে


তোমার পদধ্বনি  শুনি
তুমি ছেড়ে যাচ্ছো আমার কাছ থেকে


আমার সীমাহীন  কথাবার্তা  থেকে
ক্রমশ  সরে যাচ্ছি
জীবনের সব অর্থ থেকে


শুধু  একবার, মাত্র একবার
তোমার আদরের সুখ নিতে চাই
উত্তাল এক সমুদ্রের  কল্লোল
আমাকে নৈঃশব্দ্যে  বলে যায়


আমার জন্য সব কিছু বন্ধ
এমন কি অরণ্যের  দরজাও


আমার  হৃদয়ের পাতা খুলে  ভেবে যাই
তোমার হৃদয়ের দরজাটা খোলা  আছে কিনা?


নতজানু  হয়ে নিবেদন  করি
আমার অদৃষ্টের  প্রতি।