নিজের'ই মাঝে খুঁজি নিজেকে
সকাল থেকে সন্ধ্যে।
ভুবনজুড়ে এত আলো, হাসি
তাই থাকি গো, সুরে-ছন্দে।


আকাশ ঘিরে, মেঘ করেছে
সূর্য ডোবার পালা।
গোধূলি আলো, করছে খেলা
সাজিয়ে রূপের থালা।


একটু না হয়, বসলে পাশে
উদাস করে মন।
মন খারাপ, যখন-তখন
এমনি উচাটন।


মাঝেমধ্যে একটু দেখা
হারিয়ে যাবার পথে।
মেঘবালিকা, করছে খেলা
কে জানে, কোন সে রথে।


তুমিও তো, আসতে পারো
একটি বারের তরে।
হৃদয় মাঝে, তোমার ঐ
মুখটাই, ধরা পড়ে।।