নিস্তব্ধ  সকালে
শিউলির ঝড় আকাশে
অনন্ত শুভেচ্ছা বিরাজিত
বদলাচ্ছে শরত মেঘের  
প্রিয় সংসার


বিকেলের আবরণে পেঁজানো
বর্ণময়তার হেলিকপ্টার  যাত্রা
সন্ধ্যাকাশে ভেসে আসে
সুমধুর  গন্ধ
বিচিত্রিতার রঙে  রাঙানো
আমার দালান
যেখানে  ভেসে ওঠে   মায়ের মুখ
আমি অবাক  বিস্ময়ে
নীলপদ্মের ঘ্রাণে


মহালয়ার ভোরে জেগে ওঠে
অসুরদলনীর প্রেম
এক, দুই, তিন...একশত আট করে নীলপদ্মের স্পর্শ
বোধনের গায়ে।