কত নিরবতা পালন করবে?
চোখের সামনে এতো হাহাকার
এতো মৃত্যু, এতো অনশন
এখানেও তোমার চোখ পড়ে না
ইতিহাস হয়ে ওঠ তুমি।
কত সুন্দর জনমুখী অভিনয় করো
কতভাগে সেই সব দৃশ্যে
তোমার আঙুল যে দিকে  
তার  প্রতিটি  ছায়ায় দুর্নীতি


তুমি এখনও নিরবতা পালন করবে?
সে  ইচ্ছে তোমার  একান্ত নিজের
তুমি দেখতে কি পাও?
তাহলে তাকিয়ে দেখ —
তোমার পারিষদ ঘিরে
কোটি কোটি  টাকার আরশিতে
কতভাবে তোমার সাথে আয়েশ যে করে


তুমি নাকি গণতন্ত্রের জয় গান করো
আহা! কি শোভা পায় তোমার মুখে
তোমার গানের সুরে সুর ধরে নেচে যায়
আর তোমার কবিতায় মুখরিত হয়ে ওঠে
তোমারই গুণমুগ্ধ বুদ্ধিজীবীরা
যারা মিথ্যার নৌকায় ভেসে
নন্দীগ্রাম পারাপার করেছিল
যারা নিজেকে তুলে ধরতে
তোমার সভামঞ্চে আলোকরে বসে থাকে
সেইসব বুদ্ধিজীবীর দল
আজ তারাও কত দুঃখে নীরবতা পালন করে
ঠিক তোমার মতো...