সাদা সমুদ্রের পাতায় বসন্তের ঢেউ
পূবে -পশ্চিমে সূর্য লিখে  অক্ষরলিপি
দিনের মধ্যভাগে পাথরের উপর গিয়ে দাঁড়াই
অক্ষর ঢেউয়ের শব্দ শুনি পাথরের গায়ে


সারা সমুদ্র আর সমুদ্র সৈকত অক্ষর চক্রে ব্যস্ত
আরক্ত চেতনায়ও কামনায়


প্রকৃতি, প্রেম, মানুষ, সমাজ সবই যেন
আমি -আমরা জেগে উঠি
অক্ষর মানবিকতার বিশুদ্ধ সমুদ্র সৈকতে


প্রতিটি মুহূর্তে  কারা যেন নিরীক্ষণ করে
আমিও সমুদ্রতটে খুঁজে বেড়াই


স্বর ও ব্যাঞ্জন বর্ণের
নিখুঁত শব্দ ঝিনুক।