আজকাল আজকাল করে কতগুলো মৃত্যুর খবর পেলাম
এক,দুই, তিন...  চার সপ্তাহের পর মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে
সময়ের বিস্ময়  ঘরে - বাইরে
এদের এক-একজন ছিলো  এক সময়ে এক আকাশ আশা - বিশ্বাসের  স্তম্ভ।
আর যাঁরা আজ বেঁচে, তাদের মধ্যেও অকুতোভয় আর সমুদ্রের কলরব
যে হৃদয়ে সাহস আর স্বপ্ন আনন্দের
তা চারপাশে আজ নিরাশা


ঠিক এদের কথা লিখতে গিয়ে মৃত্যুর এই নিঃশব্দ
বিস্ময় বোধ উঠে আসে আমার কবিতায়
নির্জনে ভাবি, কাঁদি, স্বপ্ন দেখি
আমার প্রতিটি অক্ষরকে নতুন রূপে
যেন  এই জীবন যুদ্ধে মুছে ফেলতে চায়


এতো অন্ধকার, এতো মৃত্যু - অপরিসীম নক্ষত্রে
বিছিয়ে আকাশ পথে
সন্ধ্যার আকাশ আরশির মতো স্বচ্ছহীন
কয়েকটি নির্জন নক্ষত্র ।