আমার ঘুমন্ত মুখের উপর টানিয়ে রাখ স্বপ্নের সামিয়ানা !
আমার বিছানার চারপাশে বেঁধে রাখ আদরের চাদর
স্নেহের  আতরে  ভরিয়ে রাখ ঘরখানা  !
আসলে এসব  সম্পর্কের ঘোর  এই সব  চাওয়া   সবার ই থাকে  !
তোমার কাছে সেই হৃদয় জোড়া বসন্ত আছে
তুমি আমাকে সেই আঙিনায় নিয়ে গেলে
একটু একটু করে আমার শরীরে মিশে যাও
আমিও  তোমাকে ঘিরে স্বপ্নের ফেরিওয়ালা হই
অবশেষে   তুমি ছেড়ে  চলে গেলে সেই  পশ্চিমের  দূর দেশে !
আমি  স্বপ্নের সামিয়ানা খাটাই এখনও ঘরে -- অবুঝ নির্বাসনে !