খুব নি:স্ব মনে হয়!  সম্পর্কে যখন সন্দেহ বাড়ে
কাকে বলে স্বজন, কাকে জড়িয়ে ধরি নিজের করে।


সম্পর্কের ডালে নেমে আসে বরং অন্ধকার
ভয়,সংশয়, সন্দেহ  নিয়ে জীবন বাঁচে না আর।


মনের মধ্যে গর্ত, খারাপ ভাবনা ভরে আছে
প্রতিশ্রুতি, মিথ্যে ভালোবাসা, বদলে যায় নাটকের ছাঁচে।


সারাদিন অভিনয়ের ছলে চাঁদ ডোবে ব্যস্ত কোলাহলে
স্মৃতি কথা বাতাসে ফেরে কটুভাষা অপমানের ছলে।


বাস্তবতা নেই মুখে আবেগে উচ্চারণ পুরনো স্মৃতি
কথা শুধু বদলে যায়,কেবলই অন্তর পুড়ে স্নেহ স্মৃতি।


রোজ রোজ ভালবাসা ডুবে যায় অজানা ভয়ে
মনের দরজাটা গোপন হয়তো আছি হৃদয়ে।


দিন যায় গোধূলিতে,রাত কাটে ঘুমহীন চোখে
সব কথা শেষ হয়,আর ফিরবো না তোমার বুকে।