শ্রদ্ধা হাতে বিষাদ নিভাই
বিলোলিত সুরের প্রদীপ
দু'হাতে  জ্বালাই আলোক
শেষ বিদায়েও বেজে চলে

স্মৃতিময় সেই সন্ধ্যা সংগীত।