জ্যোৎস্না রাতে আকাশে কালো ছায়া মাখামাখি
মনে হয় অন্ধকারে কত নৈতিকতার ডালপালা
ছড়ানো ছিটানো মেঘের আশেপাশে
দু'একটা ময়দানে মানবতার চেতনা ঝরে
হেমন্তের গৃহবন্দীর কাঁচ ঘর


পরিচিত পথের মোড়ক এসে দাঁড়ায়
ব্যস্ততার রাস্তার ধারে
চোখ পড়ে রক্ত স্রোত বয়ে যায়
থমথমে চেনা মুখগুলো চোখের ইঙ্গিতে


একটা অনিশ্চিত নৈতিকতার আবডালে
যেখানে চিরন্তন সেই সংকট


অসহায় মানুষ...