আমি সাবধানেও নদীতে ডুবে যাই
তুমি দেখে স্থির থাকতে পারো নি
সম্ভ্রমে দূরত্ব রেখে  চললেও
ছুটে তুলে ধরো নৌকা হয়ে


যে নৌকায়  আজও  ভেসে যাই
আনন্দে ও বেদনা বিষাদে
তুমি স্থির নয়নে তাকিয়ে থাকো
আর নৌকায়  করে নিয়ে চলো
তোমার  শরীরী সমুদ্রের গভীরে।