লকডাউনে বাড়িতে অভাব নিয়ে
নুজু মাঝি রোজ নদীর  দিকে তাকিয়ে  থাকে
উদাস হয়ে তাকাত আকাশে দিকে

বাড়িতে নয়টি পেট
চেঁচামেচি  প্রিয়জনের

বেলা বাড়ে। প্রখর  দৃষ্টিতে সূর্য
হাঁটে। কথা বলে নৌকাগুলোর সাথে
তাদের অভাব জানে নুজু মাঝি
তাই সারা  শরীর মুছে দেয়

চোখে জল আসে। আবার হাঁটে
বিকেল গড়িয়ে সন্ধ্যা  আসে
চালের হাঁড়িতে  জল ফুটছে
কতগুলো  শিশু  ছুটে  আসে

মা পরিবেশন  করেছে
আলু মেশানো  ফ্যান  ভাত

নুজু মাঝিও আনন্দে  খায়
রাত গভীর  হয়, বৃষ্টি  আসে

ঘুমহীন  চোখে  শুধু  অপেক্ষার ছাপ ।