ঠিক অবহেলা নয় যেন নিখুঁত  বিশ্বাসে চাবুক মারা
তোমার বাক্যালাপে গোপন - সন্দেহ
যাকে ঢাকতে সহস্রাধিক অলংকার পরাও
তুমি উত্তর দিকে চেয়ে থাকলেও  
আসলে দক্ষিণে প্রিয়জনের মুখ দেখ
দেখছ কিভাবে  অপমানে সরে যাচ্ছি
তুমি হাসছ আমি কাঁদছি
তোমার  আমার সঙ্গে  ঘটে যাওয়া তুমুল  অভিনয়
প্রশ্ন আসে বারংবার
তুমি এভাবে কত সহজে  সাবলীল ভাবে
নীরবে আমার হৃদয় ছিঁড়ে দিয়ে গেলে
পবিত্র  শ্রদ্ধাকে অবহেলা করে।