আমাদের এই আজব শহর
যেখানে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে
সৌজন্য পরিক্রমা
ক্ষমতার দম্ভে মশগুল শহর থেকে গাঁ
শুধু লোভ আর কামনার ঘোরে
ধর্ষণ, খুন আর চুরি
দিকে দিকে ছড়িয়ে পড়ছে
রাজদম্ভের ভাষা শৈলী
এসব নাকি গনতান্ত্রিক মানদণ্ড!
অথচ বিজ্ঞাপনের সূচিতে অভিনব ঘোষণা
প্রতিটি সভামঞ্চে কি সুন্দর বাচনভঙ্গি!
পঁচাত্তর বছর পরেও...
আমজনতা দেখে ও শোনে
কত শ্রেণীর ঔদ্ধত্যের স্বাধীনতা...