মেঘের দুয়ার ভাঙলে  স্বচ্ছতা বাড়ে
তার ভেতর থেকে দিগন্তের সীমানা দেখি
জানা অজানার ভীড়ে কিছু মানুষ দেখা যায়
সেখানে কেবল মনের নিলাম হয়।


একজন  আর একজনের  কত কাছাকাছি
তবুও তারা আকাশের বিছানায়
আনন্দের সুর তুলে
আর একজন?
রাগ- রঙ গেঁথে অপেক্ষা করে
অথচ সেই আকাশে স্থান নেই


শুধু  চেয়ে দেখি...
মানবিক মনের পক্ষপাতিত্ব।