'শিগগির চল' অজস্র মুখচেনা
মুখের দৌলতে  দিন রাত
বাজিমাৎ কথা ডোরে


তবুও ভয়ের কাঁসোর বাজে
দিকে দিকে লুটপাট, হরিলুট
তোমারই এক বিশেষ আশ্রয়ে


কতদিন কোকিল দেয়নি শিস
প্রাণ নেই গাছে গাছে
বধির মানুষ অন্ধ আজ
পথের সন্ধানে সাবধান


তোমার কায়ায় মজেছিল যারা
তারা আজ আমার ছায়ায়
ভয় তো হবে
পাবেনা তার কোনো সন্ধান।