কী আশ্চর্য!  আপনার জন্য কত মানুষ হাহাকার করছেন
আপনি  সত্যি কি শুনতে পাচ্ছেন?
পাচ্ছেন না তো!  পাবেন বা কি করে?
এই রাজ্য তো এখন আপনারই
জেলা, শহর,গ্রাম — সবখানেতেই তো আপনি
না, না, অবাক হবেন না
আপনার জামা ও প্যান্ট যারা ধুয়ে দিয়ে যায়
তারা তো সবাই শিক্ষক
সব আপনার দয়ায়
আপনার এই উদার মন আজ সবাই দেখছে
বাপ্ রে!  আপনার  নামাঙ্কিত  রাজ্যের  সর্বত্র  
কত উঁচু উঁচু বাড়ি
আর শহরের ফুটপাতে চেয়ে দেখুন —
কত বেকার যুবক - যুবতী অনাহারে দিন রাত চোখের জল ফেলে
আপনি বলুন, এই জলের কি কোনো মূল্য নেই?
আপনি  কত সাহসে এতো টাকা  রেখে ঘুরছেন তা ভাবা যায়!
এতো টাকা !  সব শিক্ষিত গরীব মানুষের!
আপনি নাকি  জনদরদী?
উন্নয়নের কান্ডারী?
মহারথীদের সারথি?


এই ভাবে  গিলে খেলেন একটা গোটা মানুষ হয়ে
অবোধ মানুষদের হাড়,মাংস ও চর্বি... সব...
বেশ!  বেশ!  আপনার কি দোষ বলুন!
আসলে আপনাকে যাঁরা  এই কাজে নামিয়েছেন কিংবা  আপনার হাতে কল্কে ধরে খাবেন বলে
আপনাকেএমনই বলি করেছেন।
আসলে আপনি বুঝতে পারেন নি তো?
আপনার এতো সম্পত্তি?  এতো সোনা? এতো টাকা? এত জায়গা?