হঠাৎ মারণসম দোটানা সংশয়  নাগরিক সমাজ
কারা যেন সামান্য দূরে অজানা রোগের থেকে
হেঁটে হেঁটে ক্লান্তিতে পথ মাড়িয়ে
বাবুরা বসে বসে সংবাদ শিরোনামে


ছড়িয়ে পড়ে গ্রাম - শহর  ইতিকথা
লাগামহীন ক্ষমতা  অস্থায়ী শ্রমিকদের জন্য
শুরুতেই  রোগের সঠিক ঠিকানা নেই
অবহেলা আর সাহসে বেড়েছে প্রতিটি জনপদে


আজ কোভিডের সিংহাসন উঁচু পাহাড়ের উপর
ঘর বেঁধেছে চিনের কাঁচামালে
জীবন বাঁচাতে কতদিন আবদ্ধ ঘর
পেটে আগুন জ্বলে, পথে শ্মশান ডাকে
তবুও মুখের স্রোতকথা কতভাবে বিজ্ঞাপনে  


আমফানে সংসার কাদায় মাখামাখি
বর্ষায় ছাউনির নিচে কিছুক্ষণে
সন্ধ্যার লাইনে হাসপাতালে  কত ভীড়  
বেহিসাবি সমীক্ষার পরে
আরও আরও  সংখ্যা বাড়ে


সেলিব্রিটির বিজ্ঞাপনে সাধারণ যায় ঢাকা
বিনা চিকিৎসায় মৃত্যু কারণহীন
শিশু থেকে বুড়ো নিরন্ন শরীরে
প্রতিদিন  খবর মেলে না
তারই নাম পশ্চিমবঙ্গ।


তারই নাম পশ্চিমবঙ্গ
যেখানে রোজ মুখোশে রঙিন রঙের
মাদকতার আনন্দ নাটক
সেখানেই স্তাবকবৃন্দ, বুদ্ধিজীবী, শিল্পীদের
কতনা বাবুদের কারিগর


এরই নাম পশ্চিমবঙ্গ
যেকোনো জনতা দিনের আলোয়
দুমুঠো অন্ন কিংবা বাসস্থানের    
খবর চিৎকার করে জানায়
সেই পশ্চিমবঙ্গ  আজ দাগে ভরা  মানচিত্রে
অপূর্ব বাবুদের বিন্যাসে।