সন্ধ্যা তেমন নামেনি    
রাস্তাময় ঘেরা লাইটপোষ্ট
হায়দ্রাবাদের রাস্তায়
ক্লিনিক  সেরে ফিরছিলো  বাড়ি
প্রিয়াঙ্কা  রেড্ডি


সারা শরীর  আলোকিত
চমকিত  হয় পিশাচ  মন
চারজন কামনায়  টলতে টলতে  
মেয়েটির  শরীরী ঘ্রাণ নেয়


ভয়ে আতঙ্কে ঘামে ভেসে যায়
তুলে নেয় কোলে    
নির্জন  জঙ্গলে চারজন


অনেক দিন এমন ঠোঁটে  লাগেনি  
কাঁচা মাংসের স্বাদ  
হিংস্র  পশুর  মতো  উলঙ্গ শরীরে
বিষাক্ত  ঠোঁট  আর নখে
মুহূর্তে ক্ষত বিক্ষত করে মেয়েটিকে
  
বাড়ি  ফেরা হয় নি আর তার
ফিরেছে  বস্তাবন্দী  দেহে
নিজ বাড়ি বাবা -মার কাছে


প্রশাসন  নীরব
অসহায়  চোখে  বাবা বিচার চায়।