যেখানেই তোমার পায়ের ছাপ দেখেছি
স্নেহ ও ভালবাসার দলিল ভেবে তুলে রেখেছি
হৃদয়  নামক সিন্দুকে
শেষ নিঃশ্বাস  পড়ার আগেও  তা যত্ন করে রাখবো

তুমি ইচ্ছে মতো  অকারণে দোষ দাও
আর সবার লক্ষে
তাচ্ছিল্যের বাণে গোটা শরীর ক্ষতবিক্ষত করে দাও
তবুও তুলে রাখা পায়ের ছাপ ছড়িয়ে দিই
আমার মনের পূজার ঘরে
তোমার মায়াকাননে সেই  চিহ্ন থাকুক
যা  মিথ্যার বিশ্বাসে তুমি  ঘুরপাক খাবে

ভুল তো আগেই করেছি
তোমার প্রতিশ্রুতি গাঁথা কথার নেশাতে
তবে এবার  তোমাকে বাঁচাতে রন্ধ্রে রন্ধ্রে
ভরিয়ে দেবো  বিশ্বাস আর ভালবাসা

তাই তোমার  পায়ের ছাপ তুলে রাখবো
আমার মনের মন্দিরে...