তোমাকে দেখেছি সাইবেরিয়ায়
দেখেছি সাহারাতে,
তোমাকে দেখেছি কাশ্মীর থেকে
কন্যাকুমারীতে!
কখনো তোমার খুশীর হাসি
দেখেছি, কখনো কান্না,
কখনো দেখেছি অভিমান রাশি,
দেখেছি ঝরতে পান্না !
তোমাকে দেখেছি বালুকাবেলায়
এলোচুলে বসে থাকতে
দেখেছি তোমাকে সন্ধ্যা বেলায়
ক্যানভাসে ছবি আঁকতে !
তোমাকে দেখেছি অজন্তা,আর
ইলোরা গুহার চিত্রে,
তোমাকে দেখেছি সকাল বেলায়
দেখেছি তোমাকে রাত্রে !
কখনো দেখেছি লাস্যময়ী
কখনো গভীর রূপে,
কখনো বা তুমি প্রেমময়ী নারী
কখনো বা চুপে চুপে
দেখেছি তোমাকে অভিসারে যেতে
দেখেছি নানান মেলায়,
কখনো দেখেছি উঠেছো মেতে
গভীর মনের খেলায় !
কখনো বা তুমি বার বিলাসিনী,
কখনো বা তুমি ভার্যা,
কখনো বা তুমি হয়েছো জননী
খুলেছো মনের দরজা ।
কখনো বা তুমি খেলার মাঠে
কখনো রাষ্ট্র প্রধান,
কখনো তোমাকে যমুনার ঘাটে
দেখেছি, করছো স্নান !
ইতিহাসে আমি দেখেছি তোমার
কত বিচিত্র ছবি -
কখনো লালসা, কখনো সরোষে
স্বাধীনতার দাবি !
দেখেছি ঈর্ষা তোমার দু'চোখে
আবার দেখেছি ভক্তি ,
বহু ভাবে দেখে চিনেছি তোমাকে
তুমি যে গো মহাশক্তি !
বহুবার আমি দেখেছি তোমাকে
দেখেছি নানান রূপে
জ্বেলেছ প্রদীপ তুমি যে আমার
মনের অন্ধকূপে !