অবরোধের মধ্যে যাবো না।ফিরে চলো
সময়কে একটু দেখি।
হাজার মানুষের ভিড়ে একটা রঙ ফুটে উঠে
অন্যরঙ,তুমি ব্যথা পেয়েছ?
ক্ষমতার অন্বেষণে বিবিধ অঙ্গিকার


রোদে ঘামে আঁকা তোমার মুখের আল্পনা
সময়কে একটু দেখি।


কিন্তু  বাড়ি ফিরে যাওয়ার  দাবি
আমারও প্রয়োজন। তাকে মানি।
তাই বাসস্ট্যান্ড ভিড়ে ঠাসা মৌলিক যন্ত্রণা
তোমার জন্যও...


অবরোধের মধ্যে বিভৎস আগুনের গোলা
ঝোড়ো হাওয়ায় উড়ে আসছে অতি সন্তর্পণে
প্রতিশ্রুতির স্রোত। ফিরে চলো।
সময়কে একটু দেখি


টান।বাড়ি ফেরার টান।
অন্ধকার নেমে আসে।মেঘের গায়ে জলছাপ
তোমার উদ্বেগের  কারণ
অবরোধের রাত্রিবেলা  সুদুর উচ্চারণ।


ফিরে চলো।
সময়কে একটু দেখি।
অবরোধের মধ্যে যাবো না — এ তীব্র অনুভূতি।