আজ কুয়াশামাখা সকাল জন্মভিটে
ভোরের আলোছায়া  টলতে টলতে    
আমাকে চিনে নেয় চোখ স্বচ্ছ জলে
চেয়ে দেখি ঝকঝকে আয়নার তলে
বাবা-মা হাতবাড়িয়ে ডাকছে স্নেহ ভরে


আনন্দেরই সোহাগ পেতে সব ফেলে ঘরে
ঘর শুনশান নীরবতা ডাকি জোর করে
সীমানা ছেড়ে সূর্য সকাল ভেঙে দুপুরে
সেই বাড়ি শিশুকাল নরম আলোর দাগ
নেই টান ভাগ হয়ে যায় জন্মভিটের রাগ


চোখে জল  বাবা-মায়ের ছবির পাশে
ফিরে এলাম সেই   জন্মভূমির দেশে।