ধূসর সমুদ্র
বর্ষায় মেঘ এসে
ঢেউ খেলে
কারা যেন হেঁটে যায়
অলৌকিক পায়ে
মনে অতৃপ্ত ইশারায়
তোমার স্মৃতি ধূয়ে যায়
যে পথে তোমার চোখ
জ্যোৎস্নায় অন্ধকারও হতে পারে।