বেলা পেরিয়ে অবেলার দিকে চেয়ে
অশান্ত মন ব্যাকুলিত হয়
একটা নির্দিষ্ট  পথে
কে,কারা সেই পথ আটকে
মনে হয়  মৃত্যুর পরোয়ানা জারি হল
পেছনে  আর ফেরার পথ নেই
সেখানে দাঁড়িয়ে আছে সম্ভাব্য মানবিকতা
যা আমার চেনা পূর্ব জন্মের
তবুও আমাকে ঠেলে দিয়ে এগিয়ে যায়
সেখানে দাঁড়িয়ে আছে  কাল্পনিক চেতনা
মুহূর্তে সমস্ত ভালোলাগা
বাতাসের ঘোরে উড়ে যায়...


আমার পথ নেই আর...