ভাগ্য!
ঈশ্বর সবার ভাগ্য সমান করে না
না হলে সমস্ত কাজ ফেলে
এত লেখা, এত গান,এত কথা, এত সুর
কিছুই হত না


ভাগ্য!
এত পত্রিকা, এত গানের আয়োজন, এত সম্পাদকের হিসেব
এসব এলোমেলো হয়ে যেত


ভাগ্য!
কত সময়  খরচ করে
প্রচারে কতজন ব্যস্ত থাকে
ভাগ্যবান তাকেই বলে।


আমি নীরবে লিখে যাই
আমার কোনো প্রচার নেই
শব্দের ভেতর নিজেকে  নিয়োজিত করে
ডুবে যাই শব্দ অনন্তে


ভাগ্য!
প্রচার ওঠানামা করে
অন্ধপথে কেউ বিক্রি করে প্রচার
আমি আমার জনসম্মুখে
শব্দের শতরঞ্জিতে বসে
নির্জনে একা কবিতার কাটাকুটি খেলি
এত জনপ্রিয় আমার নেই


ভাগ্য!
আমার  জন্য ঈশ্বর  ঠিক করে রেখেছে যে
অনাবিল কবিতায় কোনো প্রচার নেই।


আমি নীরবে কবিতা লিখে যাই...