দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি
এক আকাশ চোখে একটা আয়না খুঁজছিল
সে বুঝতে পারেনি দাঁড়িয়ে থাকা শরীরে গ্রহণ লেগেছে  
চন্দ্র, সূর্যের গায়ে গায়ে কালো লালচে দাগ
অন্ধকারে ছিটকে যাচ্ছে
নিজের চোখে দেখছে ;নিজের শরীরের গ্রহ দশা


অথচ পাশ দিয়ে চলে যাওয়া কয়েকটি মানুষের দল
কেউ খাকি উর্দিতে, কেউবা পরিচালক
বারবার শুয়ে থাকা   শরীরী গলায়
মৃত্যুর আগে কাতর অনুনয়-বিনয়


যে স্বরে প্রতিটি বাবা-মায়ের মেয়ে হয়ে ওঠা
অথচ মেয়েটির প্রচেষ্টার কিছুটা দূরে দাঁড়িয়ে


গ্রহ দশার সাক্ষী হয়ে যায়!