রোজ অভিমানে ফিরি
আকাশ স্বমহিমায়
আমার সংসারের দৃশ্য  নদী
পারাপার  শুধু খেয়ায়।


আমার সংসার সীমাহীন
সুদূর  প্রান্তে  আঁকা
মরিচীকা  উৎসর্গ করি
নিভে আসে পূর্ণ শিখা।


তবুও সংসারের দৃশ্য আকাশ
আকাশের দৃশ্য নদী
ফিরে আসে মরিচীকার জগৎ
তবুও  পঞ্চমীর প্রদীপ ধরি যদি...