আমাকে প্রশ্ন করো।


কলাপাতায় মুড়ে সময় দীর্ঘশ্বাস
শৈশব, কৈশোর ভেজে আলোভাঙা চোখের  সজল
সমস্ত দু:খ কথা ভাগকরি সমুদ্র সৈকত জুড়ে
একে অপরের বন্ধন মেশে হৃৎপিণ্ডে
নিজেকে নিংড়ে আমি সর্বস্ব উজাড় করে
দিয়েছি আমার হৃদয় ভাষা
আমাকে প্রশ্ন করো।


তুমি যদি চলে যাও
আমার মৃত্যুর শব্দ শুনবে বাতাসে
চারপাশে  শ্রদ্ধার গান ভেসে আসবে
হাহাকারে  ফেটে পড়বে নি:স্ব জীবন


নিজেকে নিংড়ে আমি সর্বস্ব উজাড় করে
দিয়েছি আমার হৃদয় ভাষা
আমাকে প্রশ্ন করো।