ইচ্ছে একসঙ্গে হেঁটে যাই
ছায়া হয়ে একে অপরের কথা বলি
মন্দিরের বটতলায় বসে


ভয় হয় দূরত্ব আগলে রাখি
নিয়মিত চেয়ে দেখি...
তোমাকে শাড়িতে বেশ ভালো লাগে
আলপথ ধরে পেঁচানো কোমরে ভাঁজ ফেলে ফেলে
তুমি  যাচ্ছ আমার গ্রাম ছেড়ে


আমি স্থির চোখে দেখছি—
আমার সেই প্রিয় প্রতিবেশী মেয়েটিকে।