রোজ রোজ এ গাঁয়ের  উত্তর  ও দক্ষিণ  দিক খোলা
আমি মুখোমুখি  হতে গিয়ে মুখ ফিরিয়ে জানালার  পাশে  এসে দাঁড়াই


রাত পাহারা দেয়
তোমার কাছে বোধ খুলে রাখি
এসো নিরীহ সময় ঘেঁটে
প্রতিটি  পাড়ায় পাড়ায় একটি কোকিল উড়ে উড়ে ডেকে যায়
কোথাও শিশুদের  মুখ, কোথাও যুবতী  কন্যার থেমে থেমে কান্না ভেসে আসে

নতুন যুগের  সমীক্ষার তথ্য খায়
পেট ভরানো ভাতে
অনবদ্য প্রতিধ্বনির অনুভূতিতে...