অধিকারের প্রতিক্রিয়া, তোমায় দেখবো বলে
কাছে এসো, খুলে বলো, দুঃখের গোপনে লেখা কথা।
মনে হলো তুমি সমুদ্র জলে ডুবছো
সৈকতের ঠিকানায়
কেঁপে উঠলো তোমার ঠোঁট, শরীরী ভঙ্গিতে


কোনো অজুহাত নয়
তোমাকে পেতে কণ্ঠে ধারণ করেছি বিষ
কোনো সান্ত্বনা নয়, ম্যাসেজ নয়
শুধু তোমার শরীরী অধিকার টুকু


বারবার    তুমি আমার স্বপ্নে ভালোবাসো
দিনের শেষে সন্ধ্যা আসে, রাত যায়
অভিমানে  কবিতা লিখি


তোমার ভালোবাসার প্রতিক্রিয়ায়
আমি ভেসে যাই
তোমার জীবন জোয়ারে।