সময় যাপনে স্মৃতির চাদর উড়তে থাকে শরৎ আকাশ 
সব তো পেলাম 
চাওয়ার চেয়ে
বাড়তে থাকে লোভের ভার
এমন করে  থাকবো আমি 
পুড়িয়ে দেব সব আশার।



উন্নয়নে মুড়ে দিয়েছি  বিজ্ঞাপন শুধুই সার
জনগণের টাকা লুটে
ঘনিয়ে আনবো আবার আষাঢ় 
সব তো পেলাম 
চাওয়ার চেয়ে
বড় হব আমি সবার
এমন করে থাকবো আমি 
নামিয়ে আনব অন্ধকার। 


অতীত আমার মুহুর্মুহু মিথ্যা ভেজায় শাসক কালে
মুখের ভাষা কবিতা আমার
সহস্র পুরষ্কার 
শুধু আমার আমার
সভামঞ্চে বসাই আসর।


কালের চাকা ঘুরছে  দেখ নিয়তি যখন আসে যায়
আমি আমি আমার কথা 
সব অনুরোধ বাধ যাক
সব তো পেলাম 
চাওয়ার চেয়ে 
অতীতের সব প্রতিশ্রুতি 
বর্তমানে নিপাত যাক।