শুনি আর হরিনামে  পুলকিত  হলে
রাধারাণীর দীর্ঘ  আকুলতা  কৃষ্ণের  সুমধুর  বাঁশিতে
কয়েক ক্রোশ দূর থেকে  বেজে  ওঠে  প্রাণের ভেতর
পরিমিত  প্রেম জাগে আমারও  কৃষ্ণ নামে
ভেসে আসে  রূপনারায়ণ কূলে
রাধিকা  নেচে ওঠো
একটা  সন্ত্রাস  মনে: প্রেম আলিঙ্গনে
তবুও শূন্যতা প্রাণে
প্রেম পদাবলী  হয়


কতশত  ফাঁকা কূলে
সভ্যতার রাধিকার  আঁচলে
আমারও  প্রেমের  কোলাজ থেকে  যায়।