চারপাশে আগুনের লেলিহান
ভয় আর ভয়; রক্ত আর মৃত্যু
বাতাসে ধর্মের ভায়োলিন সুর
বর্বর জঙ্গিদের সামরিক জান্তার কালো বুটের নীচে
ছন্দহীন গুলিতে
ধূলায় ঢেকে যায়,থেমে যায় ভারতীয় পর্যটকদের শ্মশানে পরিনত হয়
কফিনে মোড়ানো বিষাদের ছায়া
নীল আকাশ বদলে যায়
নির্মম নারকীয়তা সম্ভ্রম হারায় প্রিয়জনেরা
পাখি ডাকা নেই,জোনাক আলো নেই
অন্ধকার শুধু অন্ধকার
দিশেহারা বাঙালি মৃত্যুর বোঝা নিয়ে
রুখে দাঁড়ায় প্রবল প্রতিজ্ঞায়
পাকিস্তানি হায়নাদের উল্লাস হজম করে
প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে
আমাদের ভারতবর্ষ