ভোরটা হতে দাও...
একটু পরে শব্দগুলো  ভীড় করলে
তাকে ভেঙে মেশাও রোদের সাথে
মেশাও তোমার ক্ষত-বিক্ষত চামড়ায়
অনুভবী হও; তোমার হাতের দোতারায়
আকাশের গায়ে মেঘ রাগসঙ্গীতে আকুল
তবুও আমার টান তোমার ইচ্ছের দিকে
তুমি আমার ক্ষুধা হও,তুমি আমার হাতের কলম হও...
একটু একটু করে দ্রোহজ পালটায় অযৌক্তিক
সংস্কৃতিতে তোমার খোলাচুল,খোলা পিঠ
শালীনতা কোথায়?  শিহরণে কাঁপে
তবু তোমাকে ছুঁতে চাই...
যে কোনো  উষ্ণতায়...


পৃথিবীও খুঁজে নিতে চায় আমাকে
অক্ষরেখা ধরে...
আমার মতো  পৃথিবীও একটু আদর চায়।