আজ যা হয়েছে তা মেনে  নেওয়া ভালো
তবুও দাঁড়িয়ে রয়েছে সন্ধ্যার আলো
এত ক্ষোভ চারদিকে।এত  চন্দ্রোদয়
ভালোবাসার সীমানা  পুড়ে ছাই হয়
মনে হয় নাটকের সংলাপ ছন্দে মেলে
নাটক শেষে ধীরে ধীরে আলো শরীর গেলে
একটা অসমাপ্ত আদরের কথা মনে পড়ে
সে সুখ রাতে ঘুম ভেঙে ছটফট করে
এত সূক্ষ্ম বাক বিনিময়। এত কারুকাজে
চমকে উঠি আমি যেন শত্রু কানে কানে বাজে
দুঃখ লুকিয়ে রাখি প্রতিটি ক্ষোভের শেষে
সম্পর্কগুলো সত্যি হলে সময় বলবে এসে।