আমি রোজ চেয়ে সকালে মাটি উঠানে
এখনও শুকতারাটি মৃদু আলোয় ধূসর
তখন সূর্য স্বয়ংক্রিয়
মায়ের নৈবেদ্যঃ তুলসীপাতা আর দূর্বাঘাস
সাদা দুধের মতো ফর্সা আলোতে :ধূপগন্ধী সুবাস    
কত প্রেমভরে পূজারি দেয় অঞ্জলি
আলতো ঘোমটার আড়ালে
মায়ের প্রসাদি ফুল রোজ পূজার থালায়


পাড়ায় পাড়ায় শব্দবিলি  কাঁসরঘণ্টা
এক মুহূর্তে পাল্টে;  সহসা মানবমন
খোলা আকাশঃ পূজারি ও আমি
ভক্তিভরে মায়ের প্রেমগীত গাই।