প্রতিদিন বিজ্ঞাপনে পাতা উল্টাই
খুঁজে বেড়াই  কবিতার সূচি


সকালের এই আনন্দটুকু  মিলিয়ে যায়
পুরনো  একঘেয়েমি নামের তালিকায়


কষ্ট হয় আমার মতো তরুণদের
যাঁরা    রোজ রোজ অক্ষরের উপকরণ সাজায়
ধ্যান করে সাহিত্য সাধনার তীর্থে


দুঃখ  বাড়ে, কলম ছুঁড়ে ফেলি
আমাদের  সূচি হয় না  
আনন্দবাজার, দেশে,শুকতারায়,কৃত্তিবাসে... আরও কতসব পত্রিকায়


একই নাম ঘেঁটে চলি বছর বছর ধরে
একই নাম,একই ছন্দ একই বিজ্ঞাপন
নতজানু হই না আমরা, তাই সূচির বাইরে থাকি


আর কত বছর এমনই বিজ্ঞাপন দেখে যেতে হবে
সম্পাদকের  মানবিকতার ইতিহাসে...


সূচির  প্রত্যাশায়
পুজো সংখ্যা-য় নাম খুঁজে বেড়াই।