আমি যখন ছোট ছিলাম,মাকে রাস্তায় নামতে দেখে
আমি দরজার আড়ালে দাঁড়িয়ে কাঁদতাম
মায়ের মাথায় পুজোর জন্য চিপস বস্তা
হাতে একটা হ্যারিকেন
মায়ের পা ছিলো ধারালো সর্বদা হেঁটে চলা
এক ঈশ্বরীয় ক্ষমতা


আমার বয়স যখন দশ  তখনও অনাহারে
পুজোর সারাদিন, সারারাত থেমে থাকে
মায়ের শরীর


আমার চোখে পৃথিবীর সেরা মানুষ
আমার মা
সেই শোক আজও আমার জীবনে
মায়ের ছায়ায় পাই পূর্ণতা।