পুরনো দীঘার দিকে  সমুদ্রবরাবর  দিয়ে যে রাস্তাটা  চলে গেছে
তা হঠাৎ কি নির্জন!
চারদিকে  সমুদ্রের ঢেউ কথা বলছে।
সমুদ্র পাড়ে  তখন তুমি হৃদয় দিয়ে আমাকে মাপছিলে
আমার চোখে পূর্ণিমার চাঁদ  
পাশাপাশি সমুদ্র কথা


হঠাৎ তুমি তখন বললে,  আদর করবে


মুহূর্তেই আমি সেই স্রোতে  মিশে গেলাম
তোমার অবাক করা ক্ষুদার্ত শরীরে
আমি নিষেধ করিনি


তোমার একাকিত্বতা আমার ঠোঁটের কাছে
কিছু বলে যায়
তুমি আরও জড়িয়ে ধরলে
চাঁদের আলোয় চিকচিক করছে সমুদ্রের জল
তার সাথে সাথে  তোমার কপাল থেকে
কামনার ঘাম চুঁয়ে চুঁয়ে পড়ছে ঠোঁটে
যেন নিঃসঙ্গতার ঘূর্ণি
সেই তাপে আমিও  আমার  নিঃসঙ্গ জীবনকে মিলাই
ততক্ষণে চাঁদ আর সমুদ্র  অনবরত ডুবে যায় সঙ্গমে
রাত বাড়ে তুমি তখনও
আমার বুকে মুখ রেখে
তোমার তিন বছরের স্মৃতি উচ্চারণ করো
আমি শুনি তোমার ভালোবাসার উপলব্ধি


পূর্নিমা রাত আর সমুদ্র সাক্ষী  
সংলাপ  সমর্পণ করি


হারিয়ে যাওয়া তোমার স্মৃতি কথায়...