তুমি আর তোমার হৃদয় চাইলে
আমার দত্তক চোখে তোমার পরিচয়
বটের ঝুরির রক্তে নির্দিষ্ট হয়।
তোমার পৌরুষ পরিমাপের
শুভ পরিণামে হৃদয়ে রোপিত হয়
সুখগাছ।
তোমার দ্রবীভূত  স্বপ্নগুলো  ঝরনামুখী
জলের মতো জীবনের পাদদেশে বেয়ে
নেমে যেতে চায় সবুজ ফসল আর দিগন্তের সীমানায়
তুমি তো সময়ের মৌন পিতা
তোমার স্মৃতিঘরে
আর
তোমাকেই
বাবা বলে পূর্ণতা পাই পুত্রজন্ম নামে...