আমি খুবই ক্লান্ত রক্ত ও ঘামে
অবসন্ন মানুষেরও দেহে
সময় নামতার  অঝোরে হাঁটে
তুমি ধ্রুবতারা তারাদের মাঝে।


বিচ্ছিন্ন দ্বীপের অলৌকিক মাঝি
পারাপার হই এপার - ওপার    
তোমার স্রোতধারায় আয়ুর লিখন
তুমি জেগে হেঁটে একাকী নির্জনে।


মৃত্যুর কাহিনী বলে  কত দেশ
বদলে গেছে পৃথিবীর আকাশ
বদলে গেছে মানুষের  মুখের ছবি
শুধু বদলাও নি তুমি আজও।


১৬০ বছর পর তুমি কত প্রাসঙ্গিক
চিনেছে হাড়ে হাড়ে এই দেশ
তোমারই কলমে তৈরি আয়ুর্বেদিক  
রোজদিন ছুঁয়ে যায় সমানভাবে।