ফটোতে তোমাকে দেখা গেল আবির রঙ মুখ
দুটো গাল নীল, হলুদ সুবুজ সুখ
আঙুল আঙুল আঁকা  আদর ঢেউ


তোমার স্বপ্নের শিমুল ঝরে গেছে কোন বসন্তে
শুধু আঙুলের দুটি দাগ গালের অন্তে
আজও তুমি সেই হাত বাড়িয়ে দিয়েছো তাঁকে


রঙের পশরা সাজিয়ে খেলে যাও সমুদ্র সৈকতে
বালি,মাটি,জল সমুদ্র সরণীতে
নীল-সবুজ-হলুদ ঢেউ ফুলে ওঠে সাদা আলোতে


সব রঙ মুছে গেলে শুধু শূন্য থাকে মুখ
যতবার তুমি বসন্তে ডেকে আনো সুখ
ততবারই -রাষ্ট্রের কাছে প্রিয় নীল-হলুদ- সবুজ