কথার জ্বালে বাঁধতে পারো ভালো
অতীত স্মৃতি টপকিয়ে একটানা
আপন করে নিয়েছ তাও জানা
রোজ তো আমায় এমনই করে বলো।


তুমি বড়ো বেশি আবেগ প্রবণতা
মায়ায় তুমি বেঁধেছ আমাকে
তবুও   ছেড়ে জড়িয়ে আছ যাকে
রোজ তো দেখি তোমার  মানবিকতা।


যার নেশাতে হঠাৎ যাও আমায় ভুলে
রাতের কাছে প্রশ্ন করো নিজেকে
তখন তুমি চিনতে পারো না আমাকে
তোমার আশায় বসে বসে রাত যায় চলে।