অথবা  রাত্রি এলো
খাতা, পেন  নিরবে
তবুও  লেখা আসেনি  পেটে
প্রসবের আবেদন  ডাক্তার  নিষেধ
যন্ত্রণার স্বাদ অনুভবে
যে রাতে বারন নেই
অদ্ভুত  ভালোবাসা  ঘুরে ফিরে
কখনও উঠে আসে
ডোবা , পুকুর, নালা থেকে
শরীরে  কতগুলো  পোশাকের  জোড়ানো  গন্ধ
বিস্মৃতির   সাথে মিশে  যায়
বিকেলে  অলঙ্কার , শব্দের  বর্ণ পরিচয়ে
রাতের ভাত ঘুম অনায়াসে  সুখের ছবিতে
সহসা নৌকা দুলে ওঠে
শৈশব , কৈশোর আর যৌবনে লেগে আছে লেখা


তুমিও তো নদীর  ঘাটে একা বসে
অনন্য ছবির  কোলাজ ঠিকানায়


তুমি তো আসবে বলে
আমি দাঁড়িয়ে  ছিলাম
রাতের  কাছে ধাঁধার   পটে তুমি।