স্নেহের মোড়কে তোমার ভেতর  খেলা করে সন্দেহ ও অবিশ্বাস
প্রতিপদে অন্ধ ভক্তের মতো  আমাকে ভেঙে দাও খানখান করে
সম্পর্ক ঋণে ন্যুব্জ আমি ছুটে যাই বুকে ছুরি নিয়ে
সেখানেও তোমার শরীরে  অবহেলার অনুভূতি বন্দি
সহানুভূতির গোপন বিষাক্ত রস জারিত হয়
কোনো এক দৈবের আঁকা চিত্রে
তুমি উন্মুক্ত  হয়ে মিশে যাও  সুক্ষ্ম অনুভূতিতে
ভালোবাসার প্রতিদান অন্যায় নয় জেনে
ব্যকুলভরে ছুটে যাই ঠিকানাহীন ভালোবাসার পথে পথে
তুমি দাঁড়িয়ে—
অথচ অন্যের সেবায় মুগ্ধতা আনো...